👆এরা সুমন এন্টারপ্রাইজের এসোসিয়েট হিসেবে কাজ করতো। গত বছর বিভিন্ন সময়ে এরা সুমন এন্টারপ্রাইজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিজেরা আলাদা ভাবে ব্যবসা শুরু করেছে। আমরা ব্যবসায় ওদের সাফল্য কামনা করি। একই সাথে সুমন এন্টারপ্রাইজের সমস্ত গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের জানাই যে এদের সাথে কেউ কোন ভাবে ইউরেকা ফোর্স এর কোন মেশিন বা সার্ভিসের বিষয়ে কোন লেনদেন করলে নিজ দায়িত্বে করবেন। কারণ সুমন এন্টারপ্রাইজ ইউরেকা ফোর্স এর যাবতীয় প্রোডাক্ট বাঁকুড়া জেলায় FDO হিসেবে বিক্রয় করার দায়িত্বপ্রাপ্ত (বিষ্ণুপুর বাদ দিয়ে)। একইভাবে বাঁকুড়া শহরের থেকে 25 কিলোমিটার পর্যন্ত Eureka Forbes কোম্পানির যাবতীয় প্রডাক্ট, তা যে ভাবেই বিক্রি করা হোক না কেন, মানে কোনো অন লাইন প্লাটফরম বা কোনো দোকান থেকে অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকেই গ্রাহক কিনুন না কেন, সেই সব মেশিনের সার্ভিস পাওয়ার জন্য “গেট সেট গো” ফোন নং : 9002898098 / 7029206696 অথবা “সুমন এন্টারপ্রাইজ” এ যোগাযোগ করুন। সুমন এন্টারপ্রাইজ গত ২৮ বছর সুনামের সাথে ইউরেকা ফোর্বস কোম্পানির FDO হিসেবে আপনাদের সার্ভিস দিয়ে আসছে। সেই সুনামের আড়ালে অনেকেই বিভ্রান্তি মূলক প্রচার করে নকল স্পেয়ার / কনজিউমেবলস দিয়ে গ্রহকদের ঠকাচ্ছে। অতএব সচেতন থাকুন এবং সামান্য দাম বেশি হলেও আসল স্পেয়ার / ক্যান্ডেল কিট / কনজিউমেবলস ব্যাবহার করুন।